চাকরি স্থায়ী করার দাবিতে আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামারদের বিক্ষোভ


১০ বছরেও চাকরি স্থায়ী না হওয়ায় বিক্ষোভ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতের প্রোগ্রামাররা। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা আগারগাঁওয়ে আইসিটি অধিদপ্তরের ভবনের প্রবেশমুখে বিক্ষোভ করেন।

বিক্ষোভ নিয়ে প্রোগ্রামারদের পক্ষে মোহা. শহীদুল ইসলাম জানান, চাকরি স্থায়ী না হওয়ায় পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতেও গিয়েছিলেন। চাকরি স্থায়ী করার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কোনো আদেশ জারি করা হয়নি।

আজ বিক্ষোভের একপর্যায়ে আইসিটি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রোগ্রামারদের আশ্বস্ত করেন, তাঁদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বৈঠকের ব্যবস্থা করে দেবেন।

এ বিষয়ে শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল বুধবার আমাদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যাবে।’

Comments

Popular posts from this blog

মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে কেপিআই ব্যবস্থা নিতে নির্দেশনা

পাসওয়ার্ড জানেন শুধু পলক, আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ

বৃষ্টির পর ছুটির দিনের সকালে বায়ুদূষণে শীর্ষে ঢাকা