মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে কেপিআই ব্যবস্থা নিতে নির্দেশনা


মেট্রোরেলের নিরাপত্তা বাড়াতে কেপিআই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পাশাপাশি তিনি বলেছেন মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।

আজ রোববার আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল আবার চালু হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশে ছাড়ে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

Comments

Popular posts from this blog

Lesson Plan for students

চাকরি স্থায়ী করার দাবিতে আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামারদের বিক্ষোভ